জলপরীর গান

 —মোবায়দুল সাগর

এখানে ট্রাফিক সিগন্যাল নেই।
নদীর শান্ত জলে দুরন্ত সাম্পান,
আন্দোলন বয়ে যাচ্ছে পদ্ম পাতায়।
এখানে অন্তর্জালে মগজ আটকে নেই।
ছোট্ট ঝিলি পুঁটি গাইছে জলপরীর গান।
জমেছে কতশত পঙ্কক্তি রেণুতে হেলেঞ্চার।
এখানে শক্তির জন্য হয়নি কপোত দম্পতি হত্যা।
ডানা ঝাপটে উড়ছে স্বাধীনতার নিঃশ্বাস। 
সিন্দুকে বন্দি বন্দুকের টোটায় ধরেছে জং।
এখানে দুনিয়া-দরিয়া ঐক্যে মিলিত হয়।

০৭-০৩-২০২৩
মিরপুর-১, ঢাকা।



Post a Comment

নবীনতর পূর্বতন